Posts

Showing posts from January, 2022

স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

Image
  করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষাসমূহ শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে। এদিকে ওমিক্রণ ভাইরাসের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সে আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়। গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

করোনায় অনেক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে

 করোনার নতুন ধরন অমিক্রন দেশে ছড়িয়ে পড়েছে। কয়েক সপ্তাহ ধরে দেশে নতুন করে করোনা রোগী শনাক্ত ও শনাক্তের হার বাড়ছে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলোতে অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালনা করার আদেশ জারি করেছে সরকার। করোনার প্রভাব পড়ছে চাকরি খাতেও। দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান নিয়োগ পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য মৎস্য অধিদপ্তর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা বলা হয়নি।

এবার এসএসসি ফলের ভিত্তিতে ৩০৬ শিক্ষার্থীকে বৃত্তি দিল সেনা কল্যাণ সংস্থা

Image
 ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৩০৬ শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি প্রদান করছে সেনা কল্যাণ সংস্থা। তাদের মধ্য থেকে ৬১ জন ঢাকা জোনের শিক্ষার্থীকে ১৭ জানুয়ারি এ বৃত্তি প্রদান করা হয়। রাজধানীর মহাখালীতে সেনা কনভেনশন হলে এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ ছাড়া সব ডিভিশনের ডিরেক্টর জেনারেলরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০৬ শিক্ষার্থীকে ৩,০৬০,০০০ টাকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ঢাকার ৬১ জনকে ১৭ জানুয়ারি বৃত্তি প্রদান করা হয়। অন্যদের ডাকযোগে বৃত্তির টাকা পাঠানো হবে। শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সেনা কল্যাণ সংস্থা জন্মলগ্ন থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর এ তিন পর্যায়ে শিক্ষামূলক বৃত্তিসহ কর্মক্ষেত্রেও পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলার জন্য পেশামূলক বৃত্তি প্রদান করে আসছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থী, যারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করছে, তাদ...

পিএসসির যে কোনো পরীক্ষায় টিকা সনদ লাগবে

Image
 যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার সময় পরীক্ষার্থীদের টিকা সনদ সঙ্গে রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একইসঙ্গে পরীক্ষার্থীর সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে। রবিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী/চলাচলে বিধিনিষেধ আরোপ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী জরুরি নিয়োগ কার্যক্রম অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসি বিজ্ঞাপিত যে কোনো পদের প্রিলিমিনারি টেস্ট, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের আগে পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা গ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হলো। ‘টিকা গ্রহণ করে এ সংক্রান্ত প্রমাণপত্র/সনদপত্র সংগ্রহ করে পরীক্ষার সময় রাখতে হবে।’ পরীক্ষার্থী, পরীক্ষক ও পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো। যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার ...

বাউবি’র পরীক্ষা স্থগিত হয়েছে

Image
 বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত সিএসই, এইচএসসি (নিশ-২), এমবিএ এবং আগামী ২৮ ও ২৯ জানুয়ারি ২০২২ অনুষ্ঠিতব্য এসএসসি (নিশ-১), এইচএসসি (নিশ-১), বিএ, বিএসএস এবং ল (অনার্স), বিবিএ, এমএ এন্ড এমএসএস (প্রিলিমিনারি এন্ড ফাইনাল) পরীক্ষাসহ চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

‘বশেমুরবিপ্রবিতে স্বাস্থ্যবিধি মেনে হল খোলা থাকবে'

Image
 করোনা প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা ও জরুরি ভিত্তিতে হওয়া একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মোঃ মোরাদ হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে জানা গেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলমান পরীক্ষা সশরীরে নেওয়া, অন্যান্য বর্ষের চলমান ২/১ টি কোর্সের পরীক্ষা বাকি থাকলে পরীক্ষা সশরীরে নেওয়া, চলমান ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের ক্লাস, অ্যাসাইনমেন্ট, মিড টার্ম, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনলাইনে নেওয়ার বিষয়ে অনুমতি প্রদান...

বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা

Image
 দেশে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা শতাধিক। ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (সংশোধিত ২০১০)-এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে এগুলো। সামনে এগিয়েছে নানা সম্ভাবনা, সাফল্য ও ব্যর্থতার মধ্য দিয়ে। আমাদের এখন বিচার করে দেখতে হবে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের উচ্চশিক্ষায় কী ভূমিকা পালন করছে এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তারা তাদের সম্ভাবনাগুলো কতটা কাজে লাগাতে পারছে। বিজ্ঞাপন আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, তাহলে দেখব পৃথিবীর নামকরা অনেক বিশ্ববিদ্যালয় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত। যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, এমআইটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি। এগুলো সুনাম কুড়িয়েছে তাদের উচ্চ মানের শিক্ষা ও গবেষণার জন্য। চাকরির বাজারে তাদের স্নাতকদের চাহিদা ও নিয়োগ চোখে পড়ার মতো। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে অবদান রাখার অনেক সুযোগ রয়েছে। তাদের প্রথমেই নিশ্চিত করতে হবে শিক্ষার মান। যে শিক্ষা তারা শিক্ষার্থীদের দিচ্ছে, তা যুগোপযোগী কি না, সে শিক্ষা িশক্ষার্থীরা ঠিকমতো আয়ত্ত করছেন কি না, শিক্ষণ মূল্যায়ন যথাযথ হচ্ছে কি না, এসব হবে তাদের প্রথ...

৩০ জানুয়ারির ফাজিল পরীক্ষা স্থগিত

Image
 ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসাগুলোর ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের এ কথা জানান। বিজ্ঞাপন করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ছুটি থাকবে। অবশ্য সরকারি সূত্রমতে, যদি এই সময়ে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে এ ছুটি আরও বাড়তে পারে

এবার মাদ্রাসায়ও অনলাইন ক্লাস চালানোর নির্দেশ

Image
 করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে সরকার। সেই পরিপ্রেক্ষিতে দাখিল, আলিম, ফাযিল, কামিল ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অনলাইনে বা ভার্চুয়াল প্লাটফর্মে ক্লাস চালানোর নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একইসঙ্গে মাদ্রাসার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) অধিদপ্তর থেকে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা মেনে সব মাদ্রাসার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে প্রধানদের নির্দেশ দিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজ দায়িত্বে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফরমে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবে। তাছাড়া সংসদ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত ‘আমার ঘরে আমার মাদ্রাসা’ শিরোনামে চলমান ক্লাসে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম চলবে এবং সব শিক্ষার্থীর দুই ভোজ টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে জেলা প্রশাসন, উপজেলা ...

দুই ডোজ টিকা নেওয়া মাদ্রাসাশিক্ষার্থী ‘সুস্থ’

Image
 একসঙ্গে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছিল ১২ বছর বয়সী এক মাদ্রাসাশিক্ষার্থীকে। ওই শিক্ষার্থী সুস্থ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি আগামীতে যাতে এমন ভুল না হয় সে জন্য টিকা কেন্দ্রগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।  বিজ্ঞাপন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার সকাল ১০টায় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী টিকা কেন্দ্রে ওই শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেওয়া হয় বলে অভিযোগ করে তার পরিবার। ফেসবুকে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ভুল করে এক মাদ্রাসাশিক্ষার্থীকে করোনার দুই ডোজ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর স্থানীয় স্বাস্থ্য বিভাগ ওই শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে সে সুস্থ আছে। ভবিষ্যতে যাতে এমন ভুল না হয় সে জন্য স্বাস্থ্য অধিদপ্তর টিকা কেন্দ্রগুলোকে সতর্ক করেছে। পাশাপাশি এ বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট নির্দেশনা জারি করা হবে বলে ফেসবুকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এবার স্কুলে ডিজিটাল শিক্ষা উপকরণ সহায়তা দেবে ইউনিসেফ

Image
 প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কোভিড-১৯ স্কুল সেক্টর রেসপন্স প্ল্যানের (সিএসএসআর) আওতায় ডিজিটাল কন্টেন্ট উন্নয়ন ও প্রচারের উদ্যোগ শুরু হতে যাচ্ছে। ইউনিসেফ এবং বিশ্বব্যাংকের প্রযুক্তি সহায়তায় পরিচালিত এই উদ্যোগের জন্য ৪৭ দশমিক ৭৯ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দিচ্ছে দ্য গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন (জিপিই)। মঙ্গলবার (২৩ নভেম্বর) ইউনিসেফের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সমন্বিত দূর-শিক্ষণ কন্টেন্ট তৈরিতে এবং শিক্ষা ক্ষেত্রে ক্ষতি কমিয়ে আনতে ইউনিসেফ, সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক্ষেত্রে নিবিড়ভাবে কাজ করবে। সিএসএসআর প্রকল্পকে দেশের শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড় কোভিড-১৯ সাড়া হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ইউনিসেফ শুধু শেখার ক্ষতিই মোকাবিলা করবে না। বরং এটি ডিজিটাল কন্টেন্ট ভাণ্ডারকে সমৃদ্ধ করা এবং শিক্ষা ব্যবস্থার আপদ মোকাবিলার শক্তি বাড়ানোর পাশাপাশি, ডিজিটাল শিক্ষা ইকোসিস্টেম, পাঠ্যক্রম, শিক্ষাক্ষেত্রে উদ্ভাবন, শিশু নিরাপত্তা, দক্ষ শিক্ষক এবং আরও অনেক কিছুকে শক্তিশালী করার ক্ষেত্...

National University students sit on the street for symbolic exams

The students held a human rights and symbolic examination program in Rajshahi demanding speedy completion of the postponed examination and the ongoing examination of the fourth year of the National University. Hundreds of students from the National University participated. On Sunday, around 11.30 pm, they sat on the road at The Sahibbazar ZeroPoint in the city and took part in the symbolic test with khata-pens. Apart from this, if the demand is not accepted within 48 hours, then on January 25, at 10 a.m., he started the journey from Sahibbazar Zeropoint of the city and announced the siege of the regional office of secondary and higher education in Rajshahi.  The students said that the fourth-year final examination under the National University is going on. The authorities have postponed the exams for three courses with the remainder. This will create sessions. They demanded that the suspension be lifted and the test be started immediately.

অনলাইন শিক্ষা কার্যক্রমে অনাগ্রহ শিক্ষক-শিক্ষার্থীদের

Image
 করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার। সরাসরি পাঠদান বন্ধ হওয়ায় বিকল্প হিসেবে অনলাইনে পাঠদান চালু রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এই পাঠদানে আগ্রহ কম শিক্ষার্থীদের। আগ্রহ তৈরি হয়নি শিক্ষকদেরও। অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর শিক্ষা বিভাগের তদারকিও নেই। ২০১৯ সালের মার্চ থেকে ১৭ মাস বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। এই দীর্ঘ ছুটি শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের উদ্যোগ নেয় সরকার। অনলাইনের পাঠদানের ক্ষেত্রে সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টাও করা হয়। এসব বিষয় নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবতা ছিল ভিন্ন।  অনলাইনে শিক্ষার পরিধি বাড়ানোর জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনলাইন শিক্ষার মূল শর্ত হলো সব শিক্ষার্থীর জন্য ইন্টারনেট এবং অনলাইনে কোর্সের ডকুমেন্ট নিশ্চিত করা। এ দুটির ক্ষেত্রেই ছিল সমস্যা। শিক্ষার্থীদের জন্য অনলাইন কোর্সের ডকুমেন্ট শিক্ষার্থীদের উপযোগী নয়। কিন্তু এত দিনেও সেদিকে দৃষ্টি দেওয়া হয়নি। অনলাইন পাঠদানে গত দুই বছরেও কোনো উন্নতি হয়নি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, অনেক দরিদ্র শিক্ষার্থী ল্যাপটপ, ইন্টারনেটের অভ...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে : ফের সশরীরে ক্লাস বন্ধর সিদ্ধান্ত নিয়েছে

Image
 দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আবার সশরীরে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী রোববার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে ক্লাস অনলাইনে চললেও দাপ্তরিক কার্যক্রম সশরীরে চলবে বলে । বৃহস্পতিবার রাতে দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়। কোভিডের মধ্যে ২০২০ সালের ১৮ মার্চ সশরীরে ক্লাস বন্ধ হয়েছিল; ২০২১ সালের ২১ অক্টোবর থেকে আবার সশরীরে ক্লাস শুরু হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার [৯ জানুয়ারি] থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসসমূহ (সাপ্তাহিক ছুটির দিনের প্রোগ্রামসহ) অনলাইনে নেওয়া হবে। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে ব্যবহারিক ক্লাসসমূহ এবং একাধিক কক্ষে পরীক্ষাসমূহ সশরীরে নেওয়া হবে। জনঘনত্ব এবং সংক্রমণ কমানোর উদ্দেশে এই পদ্ধতিতে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষাসমূহ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসে বহিরাগত আগমন নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়কে পিকনিক স্পট বা মিলনমেলার স্থান ...

খুলনা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম, খোলা থাকবে আবাসিক হল

Image
 করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনার পর খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সশরীর শ্রেণি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান ও আবাসিক হল খোলা থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেল ৪টায় অনলাইনে জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও পরিচালকবৃন্দ সংযুক্ত ছিলেন। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, খুবির চলমান সশরীরে শিক্ষাকার্যক্রম ২১ জানুয়ারি থেকে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় শিক্ষাকার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে অব্যাহত থাকবে। তত্ত্বাবধায়কের অধীনে গবেষণা কাজ সশরীরে চলবে। একই সঙ্গে আবাসিক হল খোলা থাকবে। ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ওই সময় (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত স্থগিত করা হয়েছে। একই সঙ্গে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্...

কুমিল্লায় আবার এসএসসির পুনঃনিরীক্ষণে ৮২ জনের ফল পরিবর্তন

Image
  ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফল শুক্রবার প্রকাশিত হয়েছে।  আবেদনকারীদের মধ্যে ৮২ জনের ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৫১ জন ফেল থেকে পাশ, ৬  জন জিপিএ পাঁচ এবং ২৫ জনের গ্রেড পরিবর্তন হয়।  কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ১১ বিষয়ে ৪১৯৩ জন শিক্ষার্থী ৪৬৭৯টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ২২ ও ২৩ জানুয়ারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।  উল্লেখ্য,  ২০২১ সালের ৩০ ডিসেম্বর এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। গত ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

হল খোলা রেখে অনলাইনে ক্লাস-পরীক্ষা চান জাবির শিক্ষক-শিক্ষার্থীরা

Image
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে এ অবস্থায় হল খোলা রেখে সশরীর ক্লাস-পরীক্ষা বন্ধ করে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চলমান রাখার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ প্রথম আলোকে বলেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় হল বন্ধ করা ঠিক হবে না। কেননা হল বন্ধ হলে শিক্ষার্থীরা বাড়িতে যাবেন, ফলে সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় হলের আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে জোর দিতে হবে। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী নিগার ‍সুলতানা বলেন, ‘এর আগে হল বন্ধ ছিল, সে সময় দেখা গেছে, আমাদের মধ্যে অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পড়াশোনার ব্যাপক ব্যাঘাত ঘটেছে। হল খোলা থাকলে অন্তত মানসিক বিপর্যয়ের সুযোগ থাকবে না। আমরা সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারব।’ বিজ্ঞাপন ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র এবং বিভাগগুলোর সভাপতির সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্ত...

চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে পাস করল আরও ৩৩ শিক্ষার্থী

Image
 চট্টগ্রাম শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল আজ শুক্রবার সকালে প্রকাশ করেছে। এতে অকৃতকার্য আরও ৩৩ পরীক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।  ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।  শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে ৭ হাজার ৬৯ পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণের পর ৯২ পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। অকৃতকার্য থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের। বিজ্ঞাপন ২০২০ সালের এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ফল পরিবর্তন হয়েছিল ৬০৯ জনের।গত ৩০ ডিসেম্বর এবারের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯১ দশমিক ১২। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জনের মধ্যে কৃতকার্য হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। বোর্ডের তথ্য অনুযায়ী, কৃতকার্য হওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৮২, জিপিএ-৫ পেয়েছে ১১ হাজা...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত হলো

Image
 সরকারি নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।আজ সকালে স্বাস্থ্যমন্ত্রী আগামী ২ সপ্তাহ স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দেন।  এ সময় তিনি বলেন, করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। এমন অবস্থায় আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আগামী দুই সপ্তাহ আমরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে শুক্রবার ৫ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বন্ধ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠান

Image
 দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। এরই মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. মশিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা সরকারি সিদ্ধান্তের আলোকে দুই সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পরীক্ষাসমূহও এখন বন্ধ রাখায় সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে ক্লাস চলবে।

22 dhabi students suffer from corona, health rules strengthened

Image
22 students from different departments have been infected with coronavirus at Dhaka University. On Friday (January 21), the officer in charge of the Dhabi Corona Test Lab, Associate Professor of Microbiology, Md. Mizanur Rahman confirmed the matter. "Till last Tuesday (January 18th), 36 of our students gave samples for coronavirus testing," he said. All of them gave samples for corona testing at the university's medical center. 22 of them reported corona positive. ’ In this regard, The Vice-Chancellor of Dhaka University, Prof. Dr. Md. Akhtaruzzaman said, "As the outbreak increases, our departments are instructed to take 40 percent of classes online and 60 percent in person. In addition, a department can take classes completely online if it wants to. That too is being told to the departments. ’ "Students still don't plan to close residential halls," he said. More emphasis is being laid on following hygiene than this. ’

ঢাবির ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, স্বাস্থ‌্যবিধি জোরদার করা হয়েছে

Image
  ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ২২ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) ঢাবির করোনা পরীক্ষা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) পর্যন্ত আমাদের ৩৬ জন শিক্ষার্থী করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তাদের সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিক‌্যাল সেন্টারে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।  তাদের মধ্যে ২২ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।’তবে এ অবস্থায় আবাসিক হল কিংবা ক্যাম্পাস বন্ধ না করে স্বাস্থ‌্যবিধির দিকেই বিশেষ জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের বিভাগগুলোকে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে আর ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে।  এছাড়া কোনো বিভাগ চাইলে পুরোপুরি অনলাইনে ক্লাস নিতে পারে। সেটিও বিভাগগুলোকে বলা আছে।’ তিনি বলেন,  এখনো শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ করার পরিকল্পনা নেই। এর চেয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার প্...

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত, পাঠদান বন্ধ

Image
 নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।   করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের ইনস্টিটিউটের হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি শিক্ষার্থীদের রাখা হয়েছে পর্যবেক্ষণে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।  নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এক সপ্তাহ ছুটির পর গত মঙ্গলবার ক্যাম্পাসে ফেরেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার শ্রেণিকক্ষে কয়েক শিক্ষার্থীর সর্দি–কাশি দেখা দেয়। ওই দিন ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ৫৬ শিক্ষার্থীর করোনার নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ২১০ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। ফলে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

আবার স্কুল–কলেজ দুই সপ্তাহ বন্ধ থাকবে

Image
 করোনা সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই নির্দেশনায় বলা হয়েছে,  ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ থাকবে।এদিকে আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়েছে। দুই সপ্তাহ পর করোনা সংক্রমণের পরিস্থিতি বুঝে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। 

গাজীপুরে টিকা নিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

Image
  গাজীপুরের টঙ্গীতে করোনার টিকা নিতে এসে এক ফরহাদ (১৬) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত ওই শিক্ষার্থী টঙ্গীর এরশাদ নগর ৬ নম্বর ব্লকের বেড়িবাঁধ এলাকায় মোস্তফার ছেলে। ফরহাদ টঙ্গীর দত্তপাড়া চানকিরটেক এলাকার বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।   জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে করোনার প্রথম ডোজ (ফাইজার) নিতে আসে ওই শিক্ষার্থী। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাঁকে উদ্ধার করে হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল ও পরে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া জানান, ওই শিক্ষার্থী টিকা গ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মকবুল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ট...

বিশ্বমানের চিকিৎসক তৈরি করবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়: ভিসি মোর্শেদ

Image
 সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে এটা কেউ ভাবতেই পারেনি। অথচ সকল ভাবনার উর্ধ্বে গিয়ে সিলেটবাসীর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১৮ সালের ১ অক্টোবর অনুমোদন হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন।  এমনটাই জানালেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। ওই বছরের ২০ নভেম্বর উপাচার্য হিসেবে দায়িত্ব নেন তিনি। দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলায় সচেষ্ট হন। এবং বিশ্বমানের চিকিৎসক তৈরির লক্ষ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। যা চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করেছে ইতোমধ্যে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে নতুন এই বিশ্ববিদ্যালয়ে ৭টি মেডিকেল কলেজ, ১টি ডেন্টাল কলেজ ও ৯টি নার্সিং কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে দুটি ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম চলছে। ২০২১ সালের ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে এমবিবিএস কোর্সের প্রথম পেশাগত পরীক্ষা।  এর আগে, বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেস...

আবার বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণ সম্পন্ন

Image
  সম্পূর্ণ দেশীয় তহবিলে ১৩০ কোটি টাকা ব্যয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন করে হস্তান্তর করেছে শিক্ষা প্রকৌশল অধিদফতর।  কির্তনখোলা নদীর অপর পাড়ে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়কের পাশে প্রায় ৫০ একর জমির ওপর মনোরম প্রাকৃতিক পরিবেশে বিশ^বিদ্যালয় গড়ে উঠেছে। ২০১২ সালের ২৪ জানুয়ারি বরিশাল জেলা স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে এ বিদ্যাপীঠের প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয়। ওই বছরই ফেব্রæয়ারি মাসে প্রধানমন্ত্রী চরকাউয়া মৌজায় স্থায়ী ক্যম্পাসে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।   শিক্ষা প্রকৌশল অধিদফতর জমি বুঝে নিয়ে ২০১৩ সালের মাঝামাঝি বরিশাল বিশ^বিদ্যালয় প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ শুরু করে। পরিপূর্ণ ডিজাইন ও মাটি পরীক্ষা করে দরপত্র আহবানসহ নির্মাণ প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করে কাজ শুরু করতেই আরো এক বছরের বেশি সময় চলে যায়। কির্তনখোলা তীরের নিচু ভ‚মি উন্নয়ন করে প্রকল্পটির কাজ শুরু করতে প্রায় সাড়ে ৪ কোটি ঘন মিটার মাটি ফেলতে হয়েছে। এছাড়া একটি পূর্ণাঙ্গ বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাসের রূপ দিতে ইতোমধ্যে ৬ তলা দুটি একাডেমিক ভবন এবং দুটি ৬ তলার প্রশাসনিক ভবন ছাড়াও ছেলে ...

রাবিতে সশরীরে নাকি অনলাইন ক্লাস-সিদ্ধান্ত নিবে স্ব স্ব বিভাগ

Image
 করোনার বিরূপ প্রাদুর্ভাব ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করে অনলাইন অথবা সশরীরে ক্লাস-পরীক্ষা বিষয়টি স্ব স্ব বিভাগ দেখবে বলে সিদ্ধান্ত হয়েছে।  আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে করোনার বিরূপ প্রাদুর্ভাবের ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক বিবেচনা করে আলোচনা সভাটি হয়েছে। আমরা সরকার নির্দেশিত সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস ও পরীক্ষাগুলো চলিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।  তবে ক্লাস-পরীক্ষা অনলাইনে নাকি সশরীরে নিলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যথাযথ ভাবে রক্ষা হবে, তা বিবেচনা করে স্ব স্ব বিভাগ তাদের সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি। উপ-উপাচার্য বলেন, ক্যাম্পাসের সকলকে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেক্ষেত্রে সবাই ...

Results of 43rd BCS Preliminary Released

Image
 The results of the preliminary test of the 43rd BCS exam have been released. The preliminary test results were approved at a special meeting of the commission today on Thursday. A total of 15,229 candidates have been temporarily declared eligible by the Bangladesh Government Action Commission for appearing in the written examination. The results are available on the commission's website www.bpsc.gov.bd and teletalk website http://bpsc.teletalk.com.bd. Advertisements Moreover, Teletalk Bangladesh Ltd. This will provide results of the 43rd BCS Preliminary Test by SMS from any mobile in the following manner. Format: write PSC<Space>43<Space>Registration Number and send it to 16222. The return Message will have results as Qualified or Not qualified with Registration Number. For example, PSC 43 123456 should be written to 16222. The written examination will be held next July. The exact date and schedule will be notified later on the Commission's website and through a pr...

৪৩তম বিসিএস’র প্রিলির ফল প্রকাশ বৃহস্পতিবার

Image
 ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব। গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। এতে অংশগ্রহণের জন্য আবেদন করেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড। ৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে।

সংক্রমনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

 করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে শিগগির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেছেন।  রিটে আগামী ৩০ দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।ইউনুছ আলী আকন্দ জানান,  শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার জন্য গণপরিবহন ব্যবহার করতে হয়। এতে অনেকেই হয়তো করোনাভাইরাস নিয়ে বাসায় ফিরবে। যার ফলে পরিবারের অন্যান্য সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়েছে।

রাবিতে ৬৮ নমুনায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে

Image
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ৬৮টি নমুনা পরীক্ষায় ৩৯ জনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে।  বুধবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রশাসনের নির্দেশ অনুসরণের অনুরোধ জানিয়েছেন।  করোনা শনাক্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ জানান, গত মঙ্গলবার ও বুধবার আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। এই দুইদিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। বুধবার রাতের মধ্যেই আক্রান্তদের এসএমএসের মাধ্যমে পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রায় সকলের মধ্যেই করোনার এমন লক্ষণ দেখা যাচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি,...

অনলাইনে শিক্ষাবৃত্তি দেবে ‘এডু হাইভ’

Image
 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনলাইনে পরীক্ষার মাধ্যমে শিক্ষাবৃত্তি পাওয়ার সুযোগ নিয়ে এল শিক্ষাবিষয়ক মোবাইল অ্যাপ ‘এডু হাইভ’। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে ১৫ লাখ টাকার মূল্যমানের এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ‘এডু হাইভ স্কলার্স’ নামে এই কার্যক্রমে প্রতি বিভাগে (বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষায়) সেরা শিক্ষার্থী পাবেন ৩০ হাজার টাকা সমমূল্যের শিক্ষাবৃত্তি। মেধাক্রম এবং জেলাভিত্তিক মোট ২৫৬ জন শিক্ষার্থীকে ১৫ লাখ টাকা সমমানের বৃত্তি প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী নাজমুল হক জানান, ‘এডু হাইভ দেশব্যাপী মেধাবী মুখ খুঁজছে। যে মুখগুলো একসময় আমাদের জাতি ও দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো মেধাবী শিক্ষার্থী ঘরে বসেই অনলাইনে পরীক্ষায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন এই পুরস্কার।’ এডু হাইভ স্কলারসে অংশগ্রহণ করতে গুগল প্লে স্টোর থেকে এডু হাইভ অ্যাপ (bit.ly/eduhiveAndroidApp) ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। উল্লেখ্য, ‘এডু হাইভ’ ...

ঢাবিতে সশরীরে ক্লাস বন্ধ হতে পারে

Image
 দেশে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সশরীরে ক্লাস বন্ধ হতে পারে। কেন্দ্রীয়ভাবে কিংবা নিজ নিজ বিভাগ আলাদাভাবে অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা পেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ল্যাবটি পরিচালনার দায়িত্বে থাকা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান, গত এক সপ্তাহে ল্যাবে ৩৬ শিক্ষার্থীর নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সপ্তাহে ১৫-২০ শিক্ষকেরও করোনা শনাক্ত হয়েছে। ল্যাবে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা এক হাজার টাকা আর শিক্ষার্থীরা ১০০ টাকা দিয়ে করোনা পরীক্ষা করাতে পারছেন। পরীক্ষার ফল দেয়া হচ্ছে ২৪ ঘণ্টায়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকা শিক্ষার্থীদের অনেকেই জ্বর, ঠাণ্ডা ও কাশিসহ করোনার উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গেছে। অধিকাংশ বিভাগের ক্লাস সংকট থাকায় এখনও গাদাগাদি করে ক্লাসে বসতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে বলে মত দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল খোলা রেখে অন...

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলেও বিকল্প উপায়ে ক্লাস চলবে

Image
 করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে স্কুল-কলেজ বন্ধ হলেও অনলাইনে যথারীতি চালু থাকবে ক্লাস। এ ছাড়া আগের মতো আবারো শুরু হবে ক্লাসভিত্তিক অ্যাসাইনমেন্ট। একই সাথে সংসদ টিভির মাধ্যমে ধারণকৃত ক্লাস লেকচারও প্রচার করা হবে শ্রেণীভিত্তিক রুটিন করে। আর এসব একাধিক বিকল্প পদ্ধতি নিয়ে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) একটি রোডম্যাপও তৈরি করে রেখেছে। তবে সবকিছু নির্ভর করছে করোনার সংক্রমণের হ্রাস বৃদ্ধির ওপরই।  অবশ্য ইতোমধ্যে করোনার ঊর্ধ্বগতির প্রভাবে এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে আদালতে রিট করা হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। আজ বৃহ¯পতিবার এ বিষয়ে শুনানি হওয়ারও কথা রয়েছে। যদিও শিক্ষামন্ত্রী একাধিকবারই বলেছেন করোনার গতি প্রকৃতির ওপরেই নির্ভর করছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার বিষয়টি তিনি আরো বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্র্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই প্রতিনিয়ত টেকনিক্যাল কমিটির সাথে আলোচনা ও পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এ দিকে গত কয়েক দিনে একাধিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জোর দিয়েই বলেছেন, এখনই শিক্ষাপ্রতিষ...

একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ২ মার্চ

Image
চলতি বছর যারা এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ।  এর আগে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে। ভর্তি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।  মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা আজ থেকে ভর্তির জন্য আবেদন করতে পারবে।  আবেদন করা যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত। একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে আগের মতোই এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়। ওই নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। ভর্তির নীতিমালায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ওয়েবসাইটের (www.xiclassadmission.gov.bd) মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। ৮ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে।  নীতিমালায় আরও জানানো হয়েছে, ভর্তির জন্য ১৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রমের ভিত্তিতে আবেদন ...

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, কার্যক্রম বন্ধ

Image
  চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাদের একটি হলে আইসোলেশনে রাখা হয়েছে। আজ বুধবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘চাঁদপুরে গত কয়েকদিন ধরে ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এ সংখ্যা দ্বিগুন হারে বাড়ছে। তবে তুলনামূলক হারে চাঁদপুর সদর উপজেলাতেই আক্রান্তের সংখ্যা বেশি দেখা যাচ্ছে।’ এদিকে, ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ায় নার্সিং ইনস্টিটিউটের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান (ইন্সট্রাক্টর) সেলিনা আক্তার বলেন, তিন দিনে ৫২ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রোববার ছয়জন, সোমবার ১১ জন এবং মঙ্গলবার ৩৫ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে আক্রান্তদের আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। তাদের বাড়ি যেতে নিষেধ করা হয়েছে এবং নজরদারিতে রাখা হয়েছে। চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহাদাত হোসাইন জানান, ওই নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ১৯০। অর্ধশত শিক্ষার্থী করোনায় ...

এবার এসএসসি-এইচএসসি পরীক্ষা হবে কিনা, প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

Image
 করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধির কারণে নির্দিষ্ট সময়ে ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে কিনা প্রশ্ন উঠেছে।  বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা গেছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘পরিস্থিতি বুঝে’ এসএসসি-এইচএসসির সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী বলেছেন, ‘গত বছরের ন্যায় ২০২২ সালেও পাবলিক পরীক্ষা নিতে চাই আমরা। তবে সময়মতো হবে না। এটি খুবই স্বাভাবিক। কারণ শিক্ষার্থীরা সেভাবে ক্লাস করতে পারেনি। আমরা একটা আভাস দিয়েছি যে, হয়তো ক্লাস করিয়ে বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষাগুলো নিতে পারব। সংক্ষিপ্ত সিলেবাসেই পরীক্ষা হবে। এখনও সিদ্ধান্ত সে জায়গায় আছে। আমাদের এখনও সেটিই পরিকল্পনা।’  সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২২ সালের পরীক্ষা হবে কিনা জানতে চাইলে জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মহামারির কারণে নির্দিষ্ট তারিখ বলা সম্ভব নয় জানিয়ে দীপু মনি বলেন, আমরা পর্যবেক্ষণ করতে থাকব এবং ক্লাস করাতে থাকব। যখন নেওয়ার মতো পরিস্থিতি হবে, তখন আমরা পরীক্ষাটা নেব। আশা করি পরীক্ষা নেওয়ার দুই থেকে তিন মাস আগে বলতে পারব,...

করোনা সংক্রমণ আরো বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত : দীপু মনি

Image
এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।  তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ আরো বেড়ে গেলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেবে। শিক্ষামন্ত্রী বলেন, 'আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দু-এক দিনের মধ্যে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে বৈঠকে বসব।' তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয় সেখানে অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করতে হবে।

নির্ধারিত সময়ে মধ্যে টিকা পাবে না বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা

Image
 আগামী ৩১ জানুয়ারির মধ্যে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও নির্ধারিত সময়ে টিকা পাচ্ছে না বেসরকারি স্কুলের ৪০ লাখ শিক্ষার্থী। বিশেষ করে কিন্ডারগার্টেন স্কুলগুলোর কোনো শিক্ষার্থী এখনই করোনার টিকা পাবে না। প্রথম পর্যায়ে শুধু এমপিওভুক্ত স্কুল এবং পাঠদানে অনুমতিপ্রাপ্ত স্কুলগুলোই সরকারের নির্দেশনায় করোনার টিকা পাবে। এর ফলে দেশের ৬০ হাজার কিন্ডারগার্টেনে অধ্যয়নরত শিক্ষার্থীরা টিকার আওতায় আসছে না।   এদিকে সরকারের পক্ষ থেকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে টিকা দেওয়ার নির্দেশনা থাকলেও কোন প্রক্রিয়ায় টিকা দেওয়া হবে তা নিয়েও মাঠ পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, যে কোনো প্রমাণপত্র দেখালেই করোনার টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। কিন্তু এখানে প্রমাণপত্র বলতে কি বোঝানো হয়েছে তারও কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তাই জেলা ও উপজেলা পর্যায়ের অনেক স্কুলের শিক্ষার্থীর যেখানে কোনো পরিচয়পত্র (আইডি কার্ড) নেই সেখানে তারা (শিক্ষার্থীরা) প্রমাণ হিসেবে কি দেখাবে সেটিও স্পষ্ট নয়। তাই বেশির ভাগ স্কুলের প্রধানগ...

ঢাবির সেশনজট এড়াতে গ্রীষ্মকালীন ছুটি কমল

Image
 করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেশনজট কমাতে ছুটি কমিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত মোট ১১ দিন ক্লাস ছুটি নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করে মে দিবস, শবে কদর, জুমাতুল বিদা এবং পবিত্র ঈদুল ফিতরের ছুটি বহাল রেখে এ ছুটি নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

ওটাগো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

Image
 পড়াশোনার মান, কর্মসংস্থান ও নিরাপদ জীবন যাপনের জন্য অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। আর ব্রিটিশ শিক্ষা কার্যক্রম অনুসরণ করা নিউজিল্যান্ড সব সময়ই শিক্ষার্থীদের পছন্দের তালিকার ওপরে থাকে। নিউজিল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা মাত্র আটটি। কারণ তারা সংখ্যা না, পড়াশোনার মানের ওপর বেশি জোর দেয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই গুণগত শিক্ষা দেওয়া হয়। তা ছাড়া বৈশ্বিক ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শীর্ষ সারিতেই। এর মধ্যে অন্যতম হলো ওটাগো বিশ্ববিদ্যালয়। ওটাগো বিশ্ববিদ্যালয় নিউজিল্যান্ডের ওটাগো শহরে অবস্থিত প্রাচীন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। ১৮৬৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। যদিও নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার খরচ তুলনামূলক বেশি। তবে খরচ প্রধানত নির্ভর করে পছন্দের প্রতিষ্ঠান, বিষয় ও কোন পর্যায়ে পড়াশোনা করবেন তার ওপর। নিউজিল্যান্ড সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য বৃত্তির কার্যক্রম চালু রেখেছে। তেমনই একটি বৃত্তি হলো ‘ইউনিভার্সিটি অব ওটাগো ডক্টরাল স্কলারশিপ’। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বছরের যেকোনো সময়...

১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা

Image
 ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা হওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ১ এপ্রিলই পরীক্ষা হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

কুমিল্লার একটি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষকের করোনা শনাক্ত

Image
 কুমিল্লার লাকসাম শহরের পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৮ শিক্ষকের করোনা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় স্কুলের প্রধান শিক্ষকসহ পর্যায়ক্রমে সবার করোনা পরীক্ষা করলে তাদের পজিটিভ রিপোর্ট আসে। লাকসাম উপজেলা শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত শিক্ষকরা হলেন- স্কুলের প্রধান শিক্ষক সম্পা রানী সাহা, সহকারী শিক্ষক মো. শাহ আলম, মো. একরামুল হক খন্দকার, মন্টু চন্দ্র ঘোষ, উম্মে কুলসুম, বিলকিছ নাসরিন, কামরুন্নাহার ও রুবিনা ইসলাম। প্রধান শিক্ষক সম্পা রানী সাহা জানান, শনিবার আমি ও আমার এক সহকারী জ্বরের কারণে ছুটি কাটিয়েছি। রবিবার আমি প্রতিষ্ঠানে উপস্থিত হলে পরদিন আরও দুই শিক্ষককে অসুস্থতা অনুভব করতে দেখি। মঙ্গলবার স্কুলে আসার আগেই আমি এবং আমার স্বামী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে যাই। পরীক্ষায় আমাদের দুইজনেরই রেজাল্ট পজিটিভ আসে। তিনি আরো বলেন, স্কুলে এসে পুরুষ শিক্ষকদের করোনা পরীক্ষা করতে পাঠাই। তাদেরও রেজাল্ট পজিটিভ আসায় নারী...

বড় দুঃসংবাদ আসছে গ্যাসের দামে

Image
 গ্যাসের দাম বাড়াতে জোর তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। মূলত ভর্তুকি বেড়ে যাওয়া, বিদেশ থেকে এলএনজি আমদানিতে অর্থ সংকট এবং আমদানি করা গ্যাস প্রায় অর্ধেক দামে বিক্রি করে লোকসানে পড়ায় দাম বৃদ্ধির জন্য উঠেপড়ে লেগেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে বিদ্যুতের দামও বাড়ানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। ফলে চলতি বছর গ্যাস আমদানিতে অর্থের জোগান দিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিকল্প দেখছে না সরকার। এমনিতেই করোনাকালে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের ঊর্ধŸগতিতে নাকাল সাধারণ মানুষ। এমন অবস্থায় গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে জনজীবন আরও বিপর্যস্ত হয়ে পড়বে বলে মনে করছেন বিশিষ্টজনরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাসের দাম বাড়াতে এরই মধ্যে একটি প্রস্তাব পেট্রোবাংলা থেকে জ¦ালানি বিভাগে পাঠানো হয়েছে। জ¦ালানি বিভাগ থেকে সেই প্রস্তাব পেয়েছে অনুমোদনও। পরে গ্যাস বিতরণ কোম্পানিগুলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে প্রস্তাব পাঠাতে শুরু করে। গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া হলো বিতরণ কোম্পানিগুলো নিয়ম অনুযায়ী বিইআরসিতে প্রস্তাব পাঠাবে। বিইআরসি সেই প্রস্...

৬৪ ভাগ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে

Image
 পর্যায়ে রোববার পর্যন্ত ৭৭ লাখ ১৮ হাজার ৩৩৭ জনকে অর্থ্যাৎ ৬৪ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। পৃথিবীর অনেক দেশের এত বিশাল জনসংখ্যাও নেই। নওফেল বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষকদের টিকা প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে হলে থাকা শিক্ষার্থীদের ৯০ ভাগকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সর্বত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনা টিকা সংকটের কারণে পৃথিবীর অনেক দেশই এখনো টিকা দিতে পারছে না। সেখানে বিদ্যালয় পর্যায় পর্যন্ত টিকা দেওয়ার জন্য টিকা সংগ্রহ করা হয়েছে। এরজন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। শিক্ষা উপমন্ত্রী বলেন, সারাবিশ্ব যেখানে করোনা মহামারীর দুর্যোগের মধ্যে যাচ্ছে সেখানে বাংলদেশে অপ্রাপ্তবয়স্কদের জন্য ফাইজারের মতো দামি টিকা দেওয়া হচ্ছে। করোনার সময়ে সরকার ডিজিটাল মাধ্যমে শিক্ষাব্যবস্থা চালু রাখতে পেরেছে -উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার কারিগরি শিক্ষায় নজর দিচ্ছে। নতুন কারিকুলামের মধ্যে বৃত্তিমূলক শিক্...