ঢাবির ২২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, স্বাস্থ‌্যবিধি জোরদার করা হয়েছে

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের ২২ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।


শুক্রবার (২১ জানুয়ারি) ঢাবির করোনা পরীক্ষা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, ‘গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) পর্যন্ত আমাদের ৩৬ জন শিক্ষার্থী করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। তাদের সবাই বিশ্ববিদ্যালয়ের মেডিক‌্যাল সেন্টারে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন।


 তাদের মধ্যে ২২ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।’তবে এ অবস্থায় আবাসিক হল কিংবা ক্যাম্পাস বন্ধ না করে স্বাস্থ‌্যবিধির দিকেই বিশেষ জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই আমাদের বিভাগগুলোকে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে আর ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়ার নির্দেশনা দেওয়া আছে। 

এছাড়া কোনো বিভাগ চাইলে পুরোপুরি অনলাইনে ক্লাস নিতে পারে। সেটিও বিভাগগুলোকে বলা আছে।’

তিনি বলেন, 

এখনো শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ করার পরিকল্পনা নেই। এর চেয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করার প্রতি বেশি জোর দেওয়া হচ্ছে।’

Comments