জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে : ফের সশরীরে ক্লাস বন্ধর সিদ্ধান্ত নিয়েছে


 দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আবার সশরীরে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আগামী রোববার থেকে অনলাইনে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।


তবে ক্লাস অনলাইনে চললেও দাপ্তরিক কার্যক্রম সশরীরে চলবে বলে । বৃহস্পতিবার রাতে দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়। কোভিডের মধ্যে ২০২০ সালের ১৮ মার্চ সশরীরে ক্লাস বন্ধ হয়েছিল; ২০২১ সালের ২১ অক্টোবর থেকে আবার সশরীরে ক্লাস শুরু হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার [৯ জানুয়ারি] থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাত্ত্বিক ক্লাসসমূহ (সাপ্তাহিক ছুটির দিনের প্রোগ্রামসহ) অনলাইনে নেওয়া হবে। স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে ব্যবহারিক ক্লাসসমূহ এবং একাধিক কক্ষে পরীক্ষাসমূহ সশরীরে নেওয়া হবে।


জনঘনত্ব এবং সংক্রমণ কমানোর উদ্দেশে এই পদ্ধতিতে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষাসমূহ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় ক্যাম্পাসে বহিরাগত আগমন নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়কে পিকনিক স্পট বা মিলনমেলার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। নিবন্ধককে অবহিত না করে ক্যাম্পাসে কোনো অনুষ্ঠান করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্ত-কর্মচারীগণদের কোভিড-১৯ পরীক্ষা বা টিকা নেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা দেওয়া হয়।


নির্দেশনায় বলা হয়, ক্যাম্পাসে বসবাসকারী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের রেফারেন্সপত্র নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সরকারি নির্ধারিত ফি দিয়ে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করাতে পারবেন। যে সকল শিক্ষার্থী টিকা নিতে না পারায় হলে আসতে পারছেন না, তারাও একইভাবে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে উক্ত পরীক্ষার ফলাফল জমা দিয়ে হলে আসতে পারবেন। এছাড়া কেউ যদি কোভিড-১৯ এ আক্রান্ত হন তাদের চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতালের সাথে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারকের কথা উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


 সেখানে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণ যাতে দ্রুত চিকিৎসা সেবা পেতে পারেন সে লক্ষ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে সমঝোতা স্মারক করার উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ, ইনস্টিটিউটকে বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হয়।

এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সকল হল, বিভাগ, ইনস্টিটিউট এবং অফিসে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সুস্থতার দিকে লক্ষ্য রাখার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে বিশেষভাবে অনুরোধ করা হলো।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধানের বিষয়টি অফিস প্রধান, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানগণ নিশ্চিত করা এবং প্রতি হলে একাধারে চার জন শিক্ষার্থীর জন্য আইসোলেশনের ব্যবস্থা রাখার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রিকশা চালক ও দোকানদারদের জন্য বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এবং গেইটসমূহের দোকানদার এবং রিকশা চালকদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এই নির্দেশনা অমান্যকারীদের দোকান বন্ধ এবং ক্যাম্পাসে রিকশা চালাতে দেওয়া হবে না। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাখি মেলা স্থগিত এবং ১২ জানুয়ারি অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সশরীরের পরিবর্তে সংক্ষিপ্ত আকারে অনলাইনে করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। পাখি মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন,

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগামীকালের পাখি মেলা স্থগিত করা হয়েছে। কোভিডের সমস্যা যদি মার্চ মাসের মধ্যে কাটিয়ে ওঠতে পারি তাহলে আবার মেলার আয়োজন করতে পারব। যদি মার্চ মাস পেরিয়ে যায় তাহলে এ বছর পাখি মেলা করা সম্ভব না।”

Comments