নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত, পাঠদান বন্ধ

 নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। 


করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের ইনস্টিটিউটের হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি শিক্ষার্থীদের রাখা হয়েছে পর্যবেক্ষণে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।


 নার্সিং ইনস্টিটিউট সূত্রে জানা যায়, এক সপ্তাহ ছুটির পর গত মঙ্গলবার ক্যাম্পাসে ফেরেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার শ্রেণিকক্ষে কয়েক শিক্ষার্থীর সর্দি–কাশি দেখা দেয়। ওই দিন ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ৫৬ শিক্ষার্থীর করোনার নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ২১০ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। ফলে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ভর্তি  বিজ্ঞপ্তি