রাবিতে ৬৮ নমুনায় ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে
বুধবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি প্রশাসনের নির্দেশ অনুসরণের অনুরোধ জানিয়েছেন।
করোনা শনাক্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখ জানান, গত মঙ্গলবার ও বুধবার আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। এই দুইদিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। বুধবার রাতের মধ্যেই আক্রান্তদের এসএমএসের মাধ্যমে পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হবে বলেও জানান তিনি। তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রায় সকলের মধ্যেই করোনার এমন লক্ষণ দেখা যাচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্তদের তেমন কোনো ক্ষতি হবে না। এরআগে, বুধবার দুপুরে সশরীরে ক্লাস বন্ধ রেখে অনলাইনে ক্লাস শুরু করাসহ পাঁচ দফা দাবি জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
Comments
Post a Comment