এবার এসএসসি ফলের ভিত্তিতে ৩০৬ শিক্ষার্থীকে বৃত্তি দিল সেনা কল্যাণ সংস্থা


 ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৩০৬ শিক্ষার্থীকে উৎসাহমূলক বৃত্তি প্রদান করছে সেনা কল্যাণ সংস্থা। তাদের মধ্য থেকে ৬১ জন ঢাকা জোনের শিক্ষার্থীকে ১৭ জানুয়ারি এ বৃত্তি প্রদান করা হয়। রাজধানীর মহাখালীতে সেনা কনভেনশন হলে এক অনুষ্ঠানে এ বৃত্তি প্রদান করা হয়।


বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ ছাড়া সব ডিভিশনের ডিরেক্টর জেনারেলরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৩০৬ শিক্ষার্থীকে ৩,০৬০,০০০ টাকা প্রদান করা হচ্ছে। এর মধ্যে ঢাকার ৬১ জনকে ১৭ জানুয়ারি বৃত্তি প্রদান করা হয়। অন্যদের ডাকযোগে বৃত্তির টাকা পাঠানো হবে।


শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সেনা কল্যাণ সংস্থা জন্মলগ্ন থেকে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সন্তানদের লেখাপড়ার সহায়তায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক বা স্নাতকোত্তর এ তিন পর্যায়ে শিক্ষামূলক বৃত্তিসহ কর্মক্ষেত্রেও পেশাগত দক্ষতায় দক্ষ করে তোলার জন্য পেশামূলক বৃত্তি প্রদান করে আসছে। এ ছাড়া মেধাবী শিক্ষার্থী, যারা গোল্ডেন জিপিএ-৫ অর্জন করছে, তাদের উৎসাহমূলক বৃত্তি প্রদান করে থাকে।

Comments