মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিতব্য ২০২৫/২৬ বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান বিষয়: বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতাসমূহ: 311905 প্রিমিয়াম সাজেশন

 মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিতব্য ২০২৫/২৬

বিভাগ: রাষ্ট্রবিজ্ঞান 

বিষয়: বাংলাদেশের রাজনীতি: ইস্যু ও প্রবণতাসমূহ: 311905

প্রিমিয়াম সাজেশন


ক-বিভাগ 

কোন সংশোধনী আইনে জাতির পিতার স্বীকৃতি প্রদান করা হয়?

উঃ পঞ্চদশ সংশোধনীতে।


"Radial Politics and the Emergence of Bangladesh"

গ্রন্থটি কার রচনা?

উঃ তালুকদার মনিরুজ্জামান-এর।


বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?

উঃ ১৯৭৩ সালে।


বাংলাদেশ সংবিধানের এ পর্যন্ত কয়াটি সংশোধনী গৃহীত হয়েছে?

উঃ সতেরোটি সংশোধনী গৃহীত হয়েছে।


পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি কে করেন?

উঃ জেনারেল ইস্কান্দার মির্জা।


বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উঃ সেনেগাল (স্বীকৃতি: ১ ফেব্রুয়ারি ১৯৭২)।


পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি হয় কখন?

উঃ ১৯৫৮ সালে।


কোন আইন প্রবর্তনের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা অপসারিত হয়?

উঃ ইনডেমনিটি অধ্যাদেশ বাতিলের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের বাধা অপসারিত হয়।


জাতীয় সংসদের সভাপতি কে?

উঃ মাননীয় স্পিকার।


'Pakistan: Failure in National Integration' গ্রন্থের রচয়িতা কে?

উঃ রওনক জাহান।


বাংলাদেশের জাতীয় সংসদে সংরিক্ষত মহিলা আসন কয়টি?

উঃ ৫০টি।


গুষিত ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?

উঃ তৎকালীন ডাকসু সহ-সভাপতি তোফায়েল আহমদ


১৯৫৪' র পূর্ববাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিলো?

উঃ নৌকা।


'তমদ্দুন মজলিশ' কার নেতৃত্বে গঠিত হয়?

উঃ অধ্যাপক আবুল কাশেম-এর নেতৃত্বে।


'একাত্তরের দিনগুলি' বইটির লেখক কে?

উঃ জাহানারা ইমাম।


কত তারিখে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা বিনাশর্তে প্রত্যাহার করা হয়?

উঃ ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি।


কয়টি রাজনৈতিক দল নিয়ে ১৯৫৪ সালে নির্বাচনী জোট যুক্তফ্রন্ট গঠিত হয়?

উঃ ৪টি দল নিয়ে গঠিত হয়।


শেখ মুজিবুর রহমান কখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন?

উঃ ১৯৫৩ সালে।


লাহোর প্রস্তাব কখন গৃহীত হয়েছিল?

উঃ লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল ১৯৪০ সালের ২৩ মার্চ।


বঙ্গবন্ধু কবে, কোথায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রদান করেন?

উঃ ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) ৭

মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।


বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল?

উঃ ৩৪ জন।


শেখ মুজিবুর রহমানকে কখন 'বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়? কে কখন 'বঙ্গবন্ধু'

উঃ ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।


১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কতটি আসন লাভকরে?

উঃ ১৬৭টি।


কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার চালু হয়?

উঃ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।


কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে পুনরায় সংসদীয় সরকার চালু হয়?

উঃ দ্বাদশ সংশোধনীর মাধ্যমে।


কার নেতৃত্বে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়?

উঃ শেরে বাংলা এ.কে. ফজলুল হকের নেতৃত্বে।


আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

উঃ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।


'Poet of Politics' বলা হয় কাকে?

উঃ "Poet of Politics" বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।


লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? 

উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।


মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ তাজউদ্দিন আহমদ।


পাকিস্তানে প্রথম সামরিক আইন জরি কে করেন?

উঃ প্রেসিডেন্ট জেনালের ইস্কান্দার মির্জা; ৭ অক্টোবর ১৯৫৮ সালে।


খ-বিভাগ

১। জাতি গঠন ও রাজনৈতিক সহিংসতা বলতে কী বুঝ?৯০%

২।১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের জয়লাভের কারণসমূহ সংক্ষেপে আলোচনা কর।  ৯০%

৩। ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝায়? বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর। ১০০%

৪। যুদ্ধাপরাধ ও সুশীল সমাজ ধারণাটির সংজ্ঞা দাও।৯০%

৫। বেসামরিকীকরণ ও Indemnity অধ্যাদেশ কী? ১০০%

৬। ছয় দফা কর্মসূচি কী? ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি সম্পর্কে ধারণা দাও। ১০০%

৭।যুক্তফ্রন্টের ২১ দফার প্রধান চারটি দফা লেখ। ৯৯%

৮। ধর্মনিরপেক্ষতা বলতে কী বুঝায়? বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর।১০০%

৯। দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের রাজনীতিকরণ বলতে কি বোঝায়? ৯৯%

১০। বাংলাদেশের রাজনীতিতে বিরোধপূর্ণ ইস্যুসমূহ আলোচনা কর। ৯৯%

১১ । দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব বলতে কী বুঝায়? আল শামস বাহিনীর পরিচয় দাও। ৯০%

১২। আইনের শাসন ও গণতন্ত্রের সম্পর্ক বর্ণনা কর। ৯৯%

১৩। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও গুরুত্ব আলোচনা কর। ৯৯%

১৪। ১৯৭৫ সালের ১৫ আগস্টের অভ্যুত্থান সম্পর্কে কী জান? ৯০%

১৫। বাংলাদেশ সংবিধানের ৪র্থ সংশোধনী গ্রহণের কারণসমূহ আলোচনা কর। ৯৯%

১৬। বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা কর। ৯০%

১৭। তমুদ্দিন মজলিস কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ৯৯%


গ-বিভাগ

১। ১৯৫৪ সালে সাধারণ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণসমূহ আলোচনা কর।৯০%

২।  'দ্বি-জাতি তত্ত্ব' কী? ১৯৭২ এর বাংলাদেশ সংবিধান প্রণয়ন প্রক্রিয়া লিখ। ৯০%

৩। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের প্রভাব বর্ণনা কর। ১০০%

৪। ১৯৭২ সালের বাংলাদেশ সংবিধান প্রণয়ন প্রক্রিয়ার বিবরণ দাও। জনগণের সকল

অংশকে কি ইহা সন্তুষ্ট করতে পেরেছিল। ১০০%

৫। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা কর। ১০০%

৬। ১৯৬৯/১৯৯০ সালের গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য আলোচনা কর। ১০০%

৭। ১৯৫৪ সালের নির্বাচনের গুরুত্ব ও তাৎপর্য বর্ণনা কর। ১০০%

৮। ভাষা আন্দোলনের বিবরণ দাও। 

৯।  বাংলাদেশের বর্তমান সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।৯৯%

১০। জিয়া ও এরশাদের বেসামরিকীকরণ প্রক্রিয়ার তুলনামূলক আলোচনা কর। ৯৯%

১১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের চারটি মূলনীতি আলোচনা কর। ৯৯

১২। ১৯৫৬ সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা কর।৯৯%

১৩। ১৯৬৬ সালের ছয়দফা কর্মসূচির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। তুমি

কি মনে কর যে, ছয়দফা কর্মসূচিতে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল?

১৪। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা কী হওয়া উচিত? বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর। ৯৯%

১৫। বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব ও কার্যাবলি আলোচনা কর।৯০%

১৬। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের সফলতার জন্য সরকারি দল ও বিরোধী দলের ভূমিকা আলোচনা কর। ১০০%


Comments

Popular posts from this blog

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ভর্তি  বিজ্ঞপ্তি