অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৩ বিভাগঃ রসায়ন (জৈব রসায়ন-২ বিষয়কোড : 222803) প্রিমিয়াম সাজেশন

 অনার্স ২য় বর্ষ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত ২০২৩ বিভাগঃ রসায়ন (জৈব রসায়ন-২ বিষয়কোড : 222803)

প্রিমিয়াম সাজেশন


খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। অ্যাসিটিক এসিড অপেক্ষা ক্লোরোঅ্যাসিটিক এসিড অধিক অম্লীয় কেন? ব্যাখ্যা কর। ১০০%

২। নাইট্রো মূলক বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে কেন? ব্যাখ্যা কর। ১০০% ৩। অ্যারোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্যগুলো লেখ। ১০০%

৪। অ্যালিফেটিক অ্যামিন ডায়াজোলবণ তৈরি করে না, কিন্তু অ্যারোমেটিক অ্যামিন তৈরি করে-কারণ ব্যাখ্যা কর। ১০০%

৫। পাইরোল অপেক্ষা পিরিডিন অধিক ক্ষরধর্মী কেন? ব্যাখ্যা কর। ১০০%

৬। ফেনল অম্লীয় কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ ব্যাখ্যা কর। ১০০%

৭। ব্যাখ্যা কর: পাইরোল একটি অ্যারোমেটিক যৌগ। ১০০%

৮। ফিউরানে ইলেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া-২ অবস্থানে ঘটে কেন? ব্যাখ্যা কর। ১০০% 

৯। রেসিমিক মিশ্রণ কী? রেসিমিক মিশ্রণ পৃথকীকরণ দুটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%

১০। কনফিগারেশন ও কনফরমেশনের মধ্যে চারটি পার্থক্য লেখ। ১০০% 

১১। ব্যাখ্যা কর: অ্যানিলিন হিন্সবার্গ পরীক্ষা দেয় কিন্তু পিরিডিন দেয় না। ৯৯%

১২। 2°- অ্যামিন প্রস্তুতির দুটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯% ১৩

১৩ । ব্যাখ্যা কর: বেনজিন অপেক্ষা টলুইনে ইলেকট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দ্রুত ঘটে। ৯৯%

১৪। পাইরোল অম্ল ও ক্ষার উভয় ধর্ম প্রদর্শন করে- ব্যাখ্যা কর। ৯৯%

১৫। -NH, মূলক অর্থো-প্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও অ্যানিলিনকে নাইট্রেশন করলে মেটা যৌগ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা কর। ৯৯%


গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

১। (ক) এসিড ও ক্ষারকের শক্তির উপর দ্রাবকের প্রভাব আলোচনা কর। ১০০%

(খ) এসিডের শক্তিমাত্রার উপর প্রভাবকারী নিয়ামকসমূহের নাম লিখ এবং যে কোনো দুটি প্রভাব বর্ণনা কর। ১০০%

২।(ক) অ্যালিফেটিক এসিড, অ্যারোমেটিক এসিড অপেক্ষা শক্তিশালী ব্যাখ্যা কর। ১০০%

(খ) ক্ষারকের শক্তিমাত্রা প্রভাবকারী নিয়ামকসমূহের নাম লিখ এবং ব্যাখ্যা কর। ১০০%

৩। (ক) বেনজিনে সালফোনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা কর। ১০০%

(খ) বেনজিনে তিনাট দ্বি-বন্ধন রয়েছে এবং এরা একান্তর'-ওজোন-বিশ্লেষণ বিক্রিয়া দ্বারা ব্যাখ্যা কর। ১০০%

৪। (ক) অ্যান্ড্যাসিনে ইলেট্রনাকর্মী প্রতিস্থাপন বিক্রিয়া প্রধানত ৯ এবং ১০ অবস্থানে ঘটে। ব্যাখ্যা। ১০০% 

(খ) অ্যানথ্রাসিন থেকে কীভাবে প্রস্তুত করবে? ১০০%

৫। (ক) ১, ৩ বিউটাভাইন প্রস্তুতির দুটি পদ্ধতি লেখ। ১০০%

(খ) a-হাইড্রোক্সি কিটোন ও B-হাইড্রোক্সি কিটোন সংশ্লেষণের একটি করে পদ্ধতি বর্ণনা কর। ১০০%

৬। (ক) পিরিডিন প্রস্তুতির দুটি পদ্ধতি বর্ণনা কর। ১০০%

(খ) পিরিডিনে ইলেক্ট্রনাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া অপেক্ষা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া সহজে ঘটে- ব্যাখ্যা কর। ১০০%

৭। (ক) থায়োফিন প্রস্তুতির দুটি পদ্ধতি লেখ। ১০০%

(খ) ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা কর। ১০০% 

৮।(ক) অ্যানথ্রাসিন প্রস্তুতির হাওয়ার্থ পদ্ধতি বর্ণনা কর। ১০০%

( ( i) B-ন্যাপথল (ii) ডেকালিন

খ) ন্যাপথলিন থেকে কীভাবে প্রস্তুত করবে? ১০০%

৯। ন্যাপথালিনের C - C₂ বন্ধন দৈর্ঘ্য তুলনামূলকভাবে C,-C, বন্ধন দৈর্ঘ্য তুলনামূলক কম ব্যাখ্যা কর। ৯৯%

১০। (ক) প্রাইমারী অ্যামিন প্রস্তুতির দুইটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

(খ) প্রাইমারী অ্যামিন শনাক্তকরণের একটি পদ্ধতি বর্ণনা কর। ৯৯%

১১। (ক) হফম্যান পুনর্বিন্যাস কি? এর বিক্রিয়া কৌশল বর্ণনা কর। ৯৯%

(খ) অ্যালিফ্যাটিক ও অ্যালোমেটিক আমিন প্রস্তুতির একটি করে পদ্ধতি সমীকরণসহ লিখ। 

১৬%

১২।(ক) অ্যামিনের ক্ষারকতার উপর অ্যালকাইল ও অ্যারাইল গ্রুপের প্রভাব আলোচনা কর। ৯৯%


খ)ডায়াজোকরণ কী? পরীক্ষাগারে বেনজিন ডায়াজোনিয়াম লবণ প্রস্তুত বর্ণনা কর। ৯৯% 

১৩। (ক) কনজুগেটেড ডাইইন কাকে বলে? কনজুগেটেড ডাইইনের স্থিতিশীলতা আলোচনা কর। ৯৯%

(খ) a-হাইড্রোচ্ছি কিটোন প্রস্তুতির দুটি পদ্ধতি লেখ। ৯৯% 

১৪। (ক) নিম্নলিখিতগুলো কিভাবে পাবে সমীকরণসহ দেখাও। ৯৯%

(i) বেনজিন থেকে ২-ব্রোমো-নাইট্রোবেনজিন। (ii) টলুইন থেকে মেটানাইট্রোবেনজয়িক এসিড।

(খ) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে অ্যানিলিন। ৯৯% ১৫।(ক) বিভিন্ন শর্তে টলুইনের ক্লোরিনেশন ব্যাখ্যা কর। ৯৯%

(

খ) নিচের নিচের রূপান্তরগুলো সম্পন্ন কর: ৯৯%

i) বেনজিন থেকে সাইক্লোহেক্সেন।

(ii) বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন।

#টীকা লিখঃআবেশিত প্রভাব, হাকেল তত্ত্ব, ফেনল, বেনজিন, কার্বিল অ্যামিন বিক্রিয়া,

বিষমচাক্রিক যৌগ, অ্যারোমেটিক, মেসো যৌগ, প্রতিসাম্য উৎপাদন।


Comments