সাত কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

 ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান’ ইউনিট এবং ‘বাণিজ্য’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ৫৭ শতাংশ ও বাণিজ্য ইউনিটে ৭১ শতাংশ পাস করেছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে এ ফল প্রকাশিত হয়েছে।


‘বাণিজ্য’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১২ হাজার ৬৬২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ ইউনিটে পাসের হার ৭১ দশমিক ৮৯ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৫হাজার ৩১০টি।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৭ হাজার ৭০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫৭ দশমিক ৭০ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৬ হাজার ৫০০টি।


জানা গেছে, পরীক্ষার বিস্তারিত ফল নির্ধারিত ওয়েবসাইট (educationsinbd.com) থেকে জানা যাবে।

Comments