ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের বিজ্ঞান ও বাণিজ্যের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর ৭ সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান ও বাণিজ্য শাখার ফল প্রকাশিত হয়েছে। বিজ্ঞান শাখায় ৫৭ দশমিক ৭০ শতাংশ এবং বাণিজ্য ইউনিটে ৭১ দশমিক ৮৯ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।


আজ বৃহস্পতিবার এই ফল প্রকাশিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর৷ সাত কলেজের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের এই ভর্তি পরীক্ষার বিস্তারিত ফল https://educationsinbd.com ওয়েবসাইট থেকে জানা যাবে৷



বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ হাজার ৭০৮ জন পরীক্ষার্থী ৭ কলেজের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন৷ এর মধ্যে ১৫ হাজার ৯৮৭ জন উত্তীর্ণ হয়েছেন (পাসের হার ৫৭.৭০ শতাংশ)। এই ইউনিটে মোট আসনসংখ্যা ৬ হাজার ৫০০টি।


 ১৭ হাজার ৬১৩ জন শিক্ষার্থী বাণিজ্য শাখার পরীক্ষায় অংশ নেন, উত্তীর্ণ হন ১২ হাজার ৬৬২ জন (পাসের হার ৭১.৮৯ শতাংশ)। বাণিজ্য শাখায় মোট আসন ৫ হাজার ৩১০টি।

Comments

Popular posts from this blog

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ভর্তি  বিজ্ঞপ্তি