ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হচ্ছে ‘ক’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেষ হচ্ছে ‘ক’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষার আবেদন
আজ শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন। ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে তারা পুনর্নিরীক্ষার আবেদন করতে পারছেন।
গত ৩ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
চলতি বছরের ‘ক’ ইউনিটের পরীক্ষায় ৯৪ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ১০ হাজার ১৬৫ জন পাস করেছেন। পাসের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৮৯ দশমিক ২৪ শতাংশ ফেল করেছেন। গত ১ অক্টোবর এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮১৫টি।
Comments
Post a Comment