ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিতব্য ২০২৫/২৬ বিষয় বিকাশ মনোবিজ্ঞান মনোবিজ্ঞান তৃতীয় পত্র ১২৩৪০১ প্রিমিয়াম সাজেশন ক-বিভাগ জন্ম প্রক্রিয়ার ধাপ কয়টি? উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ হলো তিনটি। বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর। উঃ বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্য হলো- এসময় ছেলেদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় ও আরো মধুর হয়। মরুলা কী? উঃ কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্টুলা গঠিত হয়। ভ্রূণকাল এর বিস্তৃতি কত? উঃ ভ্রূণকাল এর বিস্তৃতি ২ মাস বা ৮ মাস। Meiosis কি? উঃ কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষে ২৩টি ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের এ প্রক্রিয়াকে Meiosis (মাইওসিস) বলে। বাক ত্রুটি কত প্রকার ও কি কি? উঃ বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এপ্রাক্সিয়া (Apraxia), ২. ডিসাথ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও ৪. ভয়েজ (Voice) | আঁতুড়কালের স্থায়িত্ব কত? উঃ আঁতুড়কালের স্থায়িত্ব হলো শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে দুই সপ্তাহ। শৈ...